ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে অংশ নিয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। সংগৃহীত তথ্য একটি ডেটাবেজে সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে রোগীদের প্রয়োজনে সহজে বিনামূল্যে রক্ত সরবরাহ করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, শিক্ষার্থীদের রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক গুরুত্ব সম্পর্কেও অবহিত করা...