বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীর কোমরে পিস্তল-সদৃশ বস্তু ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবির সময় এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী পৌরসভার আশোকাঠি কাঁচা বাজারের জুয়েল স্টোরে এ ঘটনা ঘটে। এ সময় আটককৃত আরিফ মিয়ার কাছ থেকে পিস্তল-সদৃশ বস্তু এবং একটি চাকু উদ্ধার করা হয়। আটক আরিফ মিয়া (২৪) ঢাকার উত্তরখান থানার চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ের জামাতা। এ ঘটনায় সন্ধ্যায় জুয়েল স্টোরের মালিক জুয়েল সরদার বাদী হয়ে আরিফকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেছেন। জুয়েল সরদার বলেন, ‘দুপুরে ওই যুবক আমার দোকানে ঢুকে একটি বিকাশ নম্বর দিয়ে ১০ হাজার ২০০ টাকা পাঠাতে বলেন। পাঠানোর আগে নগদ টাকা...