শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৩:৪৭ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সিগঞ্জ:শ্রীনগরে পুকুরে গোসল করতে নেমে ইনতেশার ইসলাম আজবী(২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইনতেশার ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের পুত্র। সে মোহাম্মদপুর মেমোরিয়াল কলেজের ছাত্র। পরীক্ষা শেষে তিনি শ্রীনগর উপজেলার সিংপাড়ায় কফিলউদ্দিন সারেংয়ের বাড়িতে বেড়াতে আসেন।স্থানীয় সূত্রে জানাযায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যায়। পরে তাকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এসএম...