দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন লোগো ও পতাকা এরই মধ্যেই ব্যবহার করা শুরু করে দিয়েছে দলটি। জামায়াতের দলীয় ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে নতুন লোগো দেখা গেছে। এতে পূর্বের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং আকিমুদ দ্বীন (দ্বীন প্রতিষ্ঠা) শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। গত বছর ৫ আগস্ট অভ্যুত্থানের পর নতুনভাবে দল সাজাতে থাকে জামায়াতে ইসলামী। একই সাথে মাঠের কাজেও আসে নতুনত্ব। দলের ভিতরে নানাভাবে আলোচনা হতে থাকে দলের লোগো ও পতাকার পরিবর্তনের। আলোচনা শুরুর মধ্যেই প্রাথমিক ধাপেই ঠিক করা নতুন লোগো ও পতাকা ব্যবহার করা শুরু করেছে দলটির আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসায় গেস্ট রুম সাজানো হয়েছে দলটির নতুন লোগো দিয়ে। যেখানে নতুন লোগো ও পতাকা নিয়ে একাধিক কূটনেতিকের সঙ্গেও বৈঠকও...