অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেট্রোপলিতানোতে ডার্বি হারের পর আরও খারাপ খবর পেল রিয়াল মাদ্রিদ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও অধিনায়ক দানি কারভাহাল ইনজুরিতে পড়েছেন। মাংসপেশির চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা।শনিবার রাতে ৩-২ গোলে পিছিয়ে থাকার সময় ৫৯ মিনিটে তাকে বদলি করে তুলে নেন কোচ জাবি আলোনসো। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ ভঙ্গি সবার নজর কেড়েছিল। এরপর মেডিকেল পরীক্ষায় জানা গেছে, ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পেয়েছেন এই স্প্যানিশ তারকা।আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়ালরিয়াল মাদ্রিদ রোববার এক বিবৃতিতে কারভাহালের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে ফিরতে পারবেন, তা নির্ভর করবে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগে।এদিকে ডানপাশের আরও এক মূল খেলোয়াড় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আগেই ইনজুরিতে পড়েছেন।...