আপনার কি কখনো কারো প্রশ্ন শুনে মনে হয় যে, সামনের মানুষটি একটি বোকা বোকা প্রশ্ন করছে? কমবেশি সবাই এমন কোনো না কোনো পরিস্থিতিতে পড়েছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই ভাবনাটি প্রকাশ করলে প্রশ্নকর্তার কেমন লাগবে? আপনার কাছে বোকা প্রশ্ন মনে হলেও আরেকজনের জন্য হয়তো সেটি জানা প্রয়োজন। এমন সময় তার প্রশ্নটি নিয়ে কৌতুক করলে তিনি জানার আগ্রহ হারিয়ে ফেলবেন, বা তার আত্মবিশ্বাস কমে যাবে। এটি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। অফিস, ক্লাসরুম কিংবা পরিবার—যেখানেই হোক না কেন, এই ধরনের প্রশ্নে অনেকে বিরক্ত হন বা মজা করে উড়িয়ে দেন। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, এভাবে প্রতিক্রিয়া দেখানো সম্পর্কের জন্য ভালো নয়। বরং যেকোনো প্রশ্নকে সম্মান দিয়ে উত্তর দেওয়া উচিত। আজ ২৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় একটি অদ্ভুত দিবস—আস্ক এ স্টুপিড...