হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করেছে সরকার। ঘোষিত এ প্যাকেজে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্যাকেজগুলো ঘোষণা করেন। এতে দেখা যায়, সাধারণ হজ প্যাকেজ-১ এর খরচ পড়বে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা; প্যাকেজ-২ এর খরচ পড়বে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও প্যাকেজ-৩ এর খরচ পড়বে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার...