নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা ও উপহার বিতরণ করেছে বিএনপি। রোববার বিকেল ৩টায় নাটোর জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শিল্পপতি মো. আবুল কাশেমের উদ্যোগে শহরতলীর দত্তপাড়ায় অবস্থিত তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান হস্তান্তর করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন এলাকার সকল পূজার্থীদের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করা হয়। নগদ অনুদান হিসেবে প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা যুবদলের...