ভারত-পাকিস্তান, আগের জৌলুস ফুরিয়ে গেলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ এখনো সমগ্র ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং আকাঙ্খিত ঘটনা। ক্রিকেট মাঠে ২১০ বার নিজেদের মুখোমুখি হয়েছে দুটি দেশ। তবে ফাইনালে! এমন উপলক্ষ্য খুবই বিরল। গত ৪০ বছরে পাঁচ বা ততোধিক দলের অংশগ্রহণে হওয়া টুর্নামেন্টের ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে মাত্র পাঁচবার। আজকের প্রথম এশিয়া কাপ ফাইনালে নামার আগে, ফিরে দেখা যাক সেই ঐতিহাসিক লড়াইগুলো। সেই সময়ের ৭টি দেশকে নিয়ে একবারই মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। সেমি পেরিয়ে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় দুদেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আর উপস্থিত ৫০ হাজার দর্শক মিলে তৈরি করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল খেলার সেরা উপলক্ষ্য। কিন্তু ওই ফাইনালটি ছিল বড্ড একপেশে। কপিল ও লক্ষণ মিলে ৬ উইকেট শিকারের দিনে পাকিস্তানের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৭৬ রানে। ভারতের দুই...