ভারতে সদ্য রাজনীতিতে নাম লেখানো দক্ষিণী সিনেমার নায়ক থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে। বিজয়ের দল টিভিকের অভিযোগ, গতকালের ওই ঘটনায় তামিলনাড়ু অঙ্গরাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের ষড়যন্ত্র রয়েছ। টিভিকের আইনজীবী আরিভাঝাগন জানিয়েছেন, তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন যেন বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয় অথবা অভিযোগটি দেশের কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আরিভাঝাগন বলেছেন, গতকালের ঘটনায় একটি অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে। মহামান্য আদালতের কাছেও আমাদের অনুরোধ, তদন্ত যেন স্বাধীনভাবে করা হয়। তিনি দাবি করেন, স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য ও কিছু সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যা ক্ষমতাসীন দলের একাংশের ভূমিকা প্রমাণ করে। রাজ্য সরকারের তরফ থেকে জানা যায়, সমাবেশস্থলের ধারণক্ষমতা ছিল প্রায় ১০ হাজার, অথচ সেখানে ২৭ হাজার...