আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস এবং জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপের মতোই লিটনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। পাঁজরের চোটে এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে পাওয়া যায়নি লিটনকে। এশিয়া কাপের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের। তার জায়গায় আফগানিস্তান সিরিজে দলে ফিরছেন ওপেনার সৌম্য সরকার। এনসিএল টি-টোয়েন্টি লিগে খুলনার হয়ে ব্যাট হাতে দারুন সময় পার করছেন সৌম্য। এখন পর্যন্ত রাজশাহীর বিপক্ষে ৩৪ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস এবং ঢাকা মেট্রোর বিপক্ষে ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে দীর্ঘমেয়াদী চোটে পড়েছেন অধিনায়ক লিটন। টি-টোয়েন্টি সিরিজের...