জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নীতিমালায় নতুন পদ যুক্তকরণ এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।আজ রোববার জবি ছাত্রদলের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি জমা দেন।জবি শাখা ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বারবার উদাসীনতা দেখাচ্ছে। জকসু নির্বাচনের নীতিমালা সংশোধনের প্রয়োজন রয়েছে। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি দ্রুত নিশ্চিত করার দাবিও জানান তারা।স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তি পাক। এই লক্ষ্যে আমরা আজ ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছি।...