দেশে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে আকারভেদে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। স্থানীয় বাজারে দামের অস্থিতিশীলতা চিহ্নিত করে রোববার (২৮ সেপ্টেম্বর) এ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি সেপ্টেম্বরে ইলিশের কেজিপ্রতি দাম সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকায় উঠেছে। এ বিষয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান বলেন, একসময় এক কেজি গরুর মাংসের দামে তিন কেজি ইলিশ কেনা যেত। এখন উল্টো, তিন কেজি মাংসের দামে এক কেজি ইলিশ কিনতে হচ্ছে। অস্বাভাবিক দাম বাড়ায় খুচরা পর্যায়ে সুনির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া জরুরি।তিনি আরও জানান, ইলিশ শতভাগ দেশীয় পণ্য হলেও বাজারে কৃত্রিমতার প্রভাব প্রবল। আহরণের পর দাদন ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের একাধিক স্তর এবং অতিরিক্ত মুনাফার কারণে দাম অস্বাভাবিক হারে বাড়ছে।প্রতিবেদন অনুযায়ী, দেশের...