বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে ৬৪০ পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হলো সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তার চাদরে ঢাকা দিয়েছে বরিশালের পূজা মণ্ডপগুলো। টহল, গোয়েন্দা নজরদারী এবং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং। এ বছর বরিশাল নগরীর ৪৮টি ও জেলার ৬৪০ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলা ও মহানগর পুলিশ প্রস্ত্তত রয়েছে। মহানগরের প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব-দেবীর প্রতিরূপ। নিপুণ কারিগরদের হাতে গড়া এসব প্রতিমা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা দর্শনার্থীদের দেবে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। মণ্ডপে আসা সনাতন ধর্মালম্বি নারী ও পুরুষ জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় ভক্তরা মায়ের কাছে...