ঢাকা:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা নির্বাচনকে নস্যাৎ করতে চায়, তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, ইলেকশনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে সিইসি বলেন, আমাদের টেকনোলজি মাইট ফেইল। সাইবার সিকিউরিটি মেবি অ্যাট স্টেক, হ্যাকিং হতে পারে। এ প্রশ্নগুলো কনসালটেন্টকে করেছিলাম। যদি নির্বাচনের দিন আমাদের এটা হ্যাক হয়ে যায়, তারপর কী হবে। আর উই প্রিপায়ার্ড টু রেইজ দিস। তিনি বলেন, যদি তারা সাইবার অ্যাটাক করে, ম্যালওয়ার ঢুকায়ে দেয়...যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেইফ না, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু সেইফ বুঝতে হবে। পোস্টাল ব্যালটে কী কী চ্যালেঞ্জ হতে পারে তা...