চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষের জন্য নিরাপদ নগর গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি বলেন, ‘সেফ সিটির মানে হলো—সব ধর্মের মানুষ যেন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা বিভেদ নয়, ঐক্য দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।’ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লালদিঘীতে সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহাদাত বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা নিয়েই আমরা কাজ করছি। চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী সম্প্রীতির নগরী, যেখানে যুগ যুগ ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ...