‘বিশেষ পরিস্থিতিতে’ দেশে আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, তা নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ফেসিং সো ম্যানি চ্যালেঞ্জ, বোথ সিন অ্যান্ড আনসিন।’ যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, কাজ আদায় করে নেয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়ায় আছে বর্তমান পরিস্থিতিতে, সিইসি বলেন, ‘বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, কাজ আদায় করে নেয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়ায় আছে।’ শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির...