স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে কবরের এককোণে বিশাল গর্ত তৈরি হয়। এমনকি কবরের সীমানা প্রাচীর ভেঙে যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসাথে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের। কবরস্থানের পাশে পরিবার নিয়ে বাস করেন মো. দুখু। এ বিষয়ে তার স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। এরপর আমরা বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি কবরের দেয়ালে ফাটল ও আশেপাশে বারুদ ছড়িয়ে আছে। তবে, কে বা কারা কখন কবরের মধ্যে...