অধিবাস ও অঞ্জলির মধ্য দিয়ে খুলনায় শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খুলনা:ষষ্ঠী পূজার মধ্য দিয়ে খুলনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তরা উপবাস থেকে দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করেন এবং শান্তি, সমৃদ্ধি ও সুস্থতার জন্য প্রার্থনা করেন।রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো ঘটস্থাপন ও অধিবাস। ভক্তরা সকাল থেকেই দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করেন, আগুনের প্রদীপ জ্বালিয়ে শান্তি, সমৃদ্ধি ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। স্থানীয় পূজারিদের মতে, এই প্রথার মধ্য দিয়ে ভক্তরা আধ্যাত্মিক শক্তি ও মনোবল বৃদ্ধি পায়।পুরোনো প্রথা অনুসারে সকাল থেকে শুরু হওয়া উপবাস, ধ্যান ও পুষ্পাঞ্জলি দেবীকে আনন্দিত করে। ভক্তদের মধ্যে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গভীর আধ্যাত্মিক অনুভূতি লক্ষ্য...