বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে। নতুন লোগোতে থাকবে দলটির ঐতিহ্যবাহী প্রতীক দাঁড়িপাল্লা, তবে সেটির রূপ বদলে যেতে পারে। লোগোর রঙ ও নকশায় জাতীয় পতাকার আদলের প্রভাব থাকছে বলে জানিয়েছেন দলটির নেতারা। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। সৌজন্য সাক্ষাৎকালে একটি আলোকচিত্রে জামায়াতের নতুন লোগোর একটি সম্ভাব্য রূপ দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা শুরু হলে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমে বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে। তবে কোনটি...