২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গতবারের তুলনায় খরচ কমেছে প্রায় ১৮ হাজার টাকা। আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্যাকেজ ঘোষণা করেন। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম ১২ অক্টোম্বর পর্যন্ত চলবে। আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে মে মাসের মাঝামাঝি। এ বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি হজে যেতে পারবেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারিভাবে তিনটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭। দ্বিতীয় প্যাকেজ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। তৃতীয় প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার। ধর্ম উপদেষ্টা আরও জানান, বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯ হাজার...