হঠাৎ করে একটি গান নিয়ে বেশ মাতামাতি চলছে বাংলাদেশের সংগীত অঙ্গনে। ‘মহা জাদু’ শিরোনামের গানটি নিয়ে মেতে উঠেছেন সংগীতপ্রেমীরা। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান এটি। গানটিতে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের কণ্ঠে দারুণ মেলবন্ধন ঘটেছে বাংলা ও ফারসি ভাষার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতপ্রেমীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। মহা জাদু গানটির মূল গীতিকার বাউল খোয়াজ মিয়া। গানের ফারসি অংশের গীতিকার হাদিস দেহঘান। ভাষাবিদ ড. শহীদুল্লাহর মতে, সম্রাট আকবরের সময় বাংলা মোগল সাম্রাজ্যভুক্ত হয়। আর সে সময় রাজভাষা ছিল ফারসি, যা দীর্ঘ ছয়শ বছর একই অবস্থানে থেকে আধিপত্য বিস্তার করেছে। এটি ভৌগোলিকভাবে বাংলা ভুখন্ডের জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলেছে। আমাদের দৈনন্দিন জীবনে ফারসি ভাষার অনেক ব্যবহার আছে। যেমন- ভালোবাসার প্রতীক গোলাপ; আদালত, কাগজ, বরফ,...