রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৮:৪২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে জরিনা বেগম (বুকপাগলী)(৫৫) নামে এক মহিলার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরশহরের জয়কালি হাট সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.মনজু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়,জরনিা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং সে বাড়িতে থাকতো না।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল এবং ছোট কয়েকজন ছেলে নদীর ধারে খেলছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে জেলে...