বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এসেছে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে নির্বাচিত হয়েছে নতুন সভাপতিমণ্ডলী। আট সদস্যের এই সভাপতিমণ্ডলীতে বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদক নেই। দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে তাঁদের না থাকাটা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে। সিপিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন আর সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ জহির চন্দন ২০০৯ সাল থেকে সিপিবির গণসংগঠন কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ক্বাফী রতন সিপিবির বিদায়ী কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এই দুজনের সঙ্গে সিপিবির নতুন সভাপতিমণ্ডলীতে আছেন সাবেক সভাপতি...