পথনকশা ঘোষণা, নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পথনকশা ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ফেইসবুক গ্রুপ ও পেইজে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় সর্বশেষ অনশন কর্মসূচি দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় আইনে জকসু না থাকায় নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা রয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সংবিধি বিশ্ববিদ্যালয় আইনে যোগ করতে নীতিমালা তৈরি করে সেটি ইতোমধ্যে ইউজিসিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের মতামত নিয়ে নীতিমালা তৈরি করে সেটি ইতোমধ্যে ইউজিসিতে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিশ্ববিদ্যালয় আইনে সেটি যুক্ত হবে এবং নির্বাচন আয়োজনে আর কোনো বাধা থাকবে না। বিশ্ববিদ্যালয়...