বিশেষ প্রতিবেদকঃসনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভিসাযুক্ত পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ৮ অক্টোবর এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৪ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত বন্দর খোলা থাকবে। এ সময় আমদানি-রপ্তানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর ২ দিন আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৮ অক্টোবর সকাল থেকে এ স্থলবন্দর...