বাঙালি হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর দুর্গাপূজায় ঢাক ছাড়া ভাবা যায় না। দুর্গাপূজার আবশ্যিক অংশ হলো ঢাকীদের বাজানো ঢাকের শব্দ। এটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে। আর এই মহাষষ্ঠীর দিন থেকেই শুরু ঢাকিদের বায়না দেওয়ার কাজ। এই শুভদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বরে আসতে শুরু করেছেন ঢাকীরা। শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় জমেছে। ঢাকের বোলে রীতিমতো উৎসবের মেজাজে মহানগর। প্রতিবছর এই উৎসবের সময় ঢাকিরা তাদের পরিবার নিয়ে আসেন এবং ঢাকের তারস্বরে সুর করে উৎসবের উন্মাদনা বাড়িয়ে দেন। শিয়ালদহ স্টেশন চত্বর দুর্গাপূজার সময় ঢাকিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ঢাকের মধ্যে বিভিন্ন ধরনের রং মিলন্তি নিয়ে উপস্থিত হয়েছেন ঢাকীরা। যেখান থেকে তারা বিভিন্ন প্যান্ডেলে যেতে প্রস্তুত হয়। বছরের এই সময়টাই যা রোজগার হয় সেই টুকু...