সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রবিবার বিকালে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন শাহেদ মজুমদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম। আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বাবু রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে শাহেদকে গ্রেপ্তার করে সিটিটিসি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত...