গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেলের নির্মাণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে দ্রুত গতিতে চলছে সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত অংশের কাজ। এরই মধ্যে ডিপো তৈরির কাজ শেষ হয়েছে ৬৫ শতাংশ। ডিএমটিসিএলের এই প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদের আশা, সব ঠিক থাকলে ২০২৮ সালে মেট্রোরেলের এ রুটে যাত্রী চলাচল করবে। এমআরটি-সিক্স যাবে কমলাপুর পর্যন্ত, সেটি এখনও নির্মাণাধীন। আর গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত নেওয়া হয় মেট্রোরেলের এমআরটি-৫ প্রকল্প। এ রুটে উত্তর ও দক্ষিণ দুটি লাইন পরিকল্পনায় ছিল। কিন্তু বাদ দেয়া হয়েছে গাবতলী থেকে আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত লাইন। সাভারের হেমায়েতপুরে তৈরি হচ্ছে ডিপো। উত্তর লাইনে হেমায়েতপুর থেকে ভাটারা রুটে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ৬ কিলোমিটার উড়াল রেলপথ হবে। এই রুটে গাবতলী, মিরপুর ১, ১০, ১৪সহ ৯টি পাতাল ও ৫টি উড়াল...