জাতিসংঘের সাধারণ পরিষদে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র বাগবিতণ্ডা দেখা দিয়েছে। ভারত পাকিস্তানকে ‘সন্ত্রাসীস্তান’ অভিযোগের পাল্টা জবাবে ভারতকে ‘আঞ্চলিক দাঙ্গাবাজ’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। স্বাধীনতার পর থেকে চারটি যুদ্ধ সংঘটিত হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এতে দুই ডজনের বেশি মানুষ নিহত হয়। পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সংকট প্রশমিত হয়। তারপর থেকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) জানায়, গতকাল শনিবার নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের পঞ্চম দিনে এই বিতর্ক শুরু হয়। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিনিধি পর্যায়ে মুখোমুখি হন দুই দেশ।...