পৃথিবীকে আমরা সমতল ভূমি হিসেবে দেখি। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৫০ মাইল ওপরে ভেসে একেবারে ভিন্নভাবে দেখেন আমাদের গ্রহকে। চীনের মহাপ্রাচীরের মতো আরও বেশ কিছু বিখ্যাত স্থান মহাকাশ থেকেও চোখে পড়ে।সম্প্রতি সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর এমন বিখ্যাত ১০ স্থানের তালিকা তুলে ধরা হয়েছে।মহাকাশ থেকে দেখা যায় এমন ১০ স্থানের শুরুতে রয়েছে আমাজন নদী। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন পেরু থেকে শুরু হয়ে ব্রাজিল হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। চার হাজার মাইলেরও বেশি বিস্তৃত বিশাল এই নদী মহাকাশ থেকেও সহজে ধরা পড়ে।২. ওয়াদি রাম, জর্ডান বালু, গিরিখাত ও বেলেপাথরের পাহাড়ের জন্য পরিচিত এই উপত্যকাকে বলা হয় ‘চাঁদের উপত্যকা’। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থানটি মহাকাশ থেকেও দৃশ্যমান।৩. গোল্ডেন গেট ব্রিজ,...