খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ চলাকালে গুইমারায় একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। এতে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এছাড়াও বাজারের পাশ্ববর্তী কয়েকটি বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলেও। রোববার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে। এর আগে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ ডাকা হয়। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই সহিংসতার ঘটনায় তিনজন মারা গেছেন। এদিকে গুইমারার রামেসু বাজারে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরের এই বাজারে ছোট বড় অসংখ্য দোকান রয়েছে। দোকানের বেশিরভাগ...