আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ দুপুর ২টায় অনলাইনে টিকিট ছেড়েছিল বাফুফে। তবে টিকিট উন্মুক্ত হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটি। কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরও ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে উগান্ডা থেকেও টিকিট কেনার নজির ছিল। এবার কোন কোন দেশ থেকে টিকিট সংগ্রহ হয়েছে এমন প্রশ্নে তাজওয়ার জানান, এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি...