২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সব পূজামণ্ডপে নামাজের সময় গান, মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জেলা প্রশাসকের ও পূজা উদযাপন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ও জুমার নামাজের শুরুর সময় থেকে শেষ হওয়া পর্যন্ত মণ্ডপে বাজনা বন্ধ রাখতে হবে। ফজরের নামাজের জন্য সকাল ৪টা ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত। আসরের নামাজের জন্য বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। মাগরিবের নামাজের জন্য সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত। এশার নামাজের জন্য রাত ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ৩০...