রবিবার (২৮ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কাছে এসব কোম্পানির প্রতিনিধিরা বাৎসরিক লভ্যাংশ শূন্য দশমিক ৫ শতাংশের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে গ্রামীণ ফোন ৬৮ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫১৫ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ১৫ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৫৭ টাকা এবং ইডোকো বাংলাদেশ ৩ কোটি ৯ লাখ ৪২ হাজার ৮৬ টাকার চেক দিয়েছে। তিন প্রতিষ্ঠানের দেওয়া অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক...