মস্তিষ্ক খেঁকো অ্যামিবা - নাম শুনলেই মনে হয় এটি যেন সায়েন্স ফিকশনের কোনো চরিত্র, কিন্তু বাস্তবে পানিতে থাকা এই ক্ষুদ্র জীবাণুটি মানুষের প্রাণ কেড়ে নিতে সক্ষম। খুব বিরল হলেও একবার আক্রান্ত হলে রোগটি প্রাণঘাতী হতে পারে। নিগলেরিয়া ফওলেরি বা ব্রেইন ইটিং অ্যামিবা এক ধরনের এককোষী পরজীবী বা অ্যামিবা। বাংলায় এটি 'মস্তিষ্ক খেকো অ্যামিবা’ নামেই পরিচিত। এই অ্যামিবা মানবদেহে প্রবেশ করলে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) নামক একটি অত্যন্ত বিরল রোগ সৃষ্টি করে। বিরল হলেও অধিকাংশ সময় এটি একটি মারাত্মক ধরনের সংক্রমণ। এ জীবাণু মস্তিষ্ক ও তার আবরণীকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। এই সংক্রমণের ইতিহাস, সংক্রমণ, চিকিৎসা ও সাবধানতার নানা বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার। নিগলেরিয়া ফওলেরি বিশ্বজুড়ে উষ্ণ মিঠা পানি...