জাতীয় দলের হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে অন্যতম এনামুল হক বিজয়। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ফিল্ডিংয়ের সময়ে পাওয়া কাঁধের চোটের কারণে জাতীয় দল থেকে হারিয়ে গেছেন এই তারকা ওপেনার। এরপর জাতীয় দলে ফিরলেও যথেষ্ট সুযোগ পাননি। যে কারণে দীর্ঘদিন পর দলে ফিরে প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়ে যান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাওয়া এই তারকা ওপেনার বলেছেন, যথেস্ট সুযোগ পেলে দেশকে অনেক ভালো কিছু উপার দিতে পারব। এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলার পর রোববার সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘দেখুন, আমি টেস্ট খেললাম কত বছর পর। ২টা টেস্ট খেললাম। আবার ওয়ানডে খেলেছি ৩-৪ বছর পরে। ম্যাচ খেললাম কয়টা? ৩-৪টা। আপনার কাছে কী মনে হয়। একটা ছেলে এতদিন পর আসে, ২-৩-৪ ম্যাচ কি তার জন্য যথেষ্ট? এটা...