ঢাকা: ২০২৬ সালের হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে এ বছর হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ‘হজ প্যাকেজ-১ (বিশেষ)’, ‘হজ প্যাকেজ-২’ ও ‘হজ প্যাকেজ-৩’ শিরোনামে মোট তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।হজযাত্রীদের আর্থিক সক্ষমতা, সময় এবং সুবিধার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন রকম প্যাকেজ সাজানো হয়েছে বলে জানান তিনি।হজ প্যাকেজ-১ (বিশেষ)ঘোষিত হজ প্যাকেজ-১ (বিশেষ) এর আওতায় যেসব হজযাত্রী যাবেন, তাদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা...