দুর্গাপূজা মানেই আনন্দ, সাজসজ্জা আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো। মণ্ডপে ঘুরতে যাওয়া, সারা দিন উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রিয়জনকে ছোট্ট একটি উপহার দিয়ে খুশি করার আনন্দও আলাদা। ফুল, মিষ্টি, শাড়ি কিংবা গয়না — এসব উপহার তো বরাবরই প্রচলিত। তবে প্রযুক্তির এই যুগে চাইলে আপনি উপহার দিতে পারেন দরকারি কোনো গ্যাজেট, যা হবে একেবারেই আধুনিক। এতে প্রিয় মানুষটি যেমন খুশি হবেন, তেমনি আপনার বাজেটেও চাপ পড়বে না। মণ্ডপে ঘুরতে গিয়ে বা পূজার সাজ দেখাতে এখন অনেকেই রিলস বানান। তাই হাতে রাখতে পারেন একটি এলইডি রিং ট্রাইপড। এতে ছবি ও ভিডিও দুটোই হবে ঝকঝকে। দামও হাতের নাগালেই পাওয়া যায়, চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন। পূজার ছুটিতে আড্ডা, ভ্রমণ বা একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে গান শুনতে চাইলে একটি ওয়্যারলেস স্পিকারই...