এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচে ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। সেই হতাশা ভুলতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আসন্ন অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের দল থেকে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে থাকছেন না লিটন দাস। জাকের আলী অনিকের কাছে থাকছে নেতৃত্ব। দলে ফিরেছেন সৌম্য সরকার। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোটের পড়েন লিটন। পাঁজরের চোটে সুপার ফোরের শেষ দুই ম্যাচ খেলা হয়নি তার। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেলেন। তার জায়গায় দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান লিটনের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘এমআরআই...