দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের নদীতে ১জন শিশু এবং দুপুরে বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের পুকুরে ডুবে ২ জন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলো- বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের মো. আফজাল হোসেনের মেয়ে র মিম আকতার (১২) এবং ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২)। এলাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু ইসরাত জাহান রাফা ও মিম আকতার বাড়ির পাশে শাহ আলমের পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর প্রতিবেশীরা তাদের পুকুরের পানির নীচ থেকে উদ্ধার করে। এ সময় তাদেরকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল...