এশিয়া কাপের ফাইনালের আগে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভারত–পাকিস্তান দ্বৈরথ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় পেসার আর্শদিপ সিংয়ের বিরুদ্ধে অশোভন অঙ্গভঙ্গির অভিযোগ এনে আইসিসিতে লিখিত অভিযোগ জমা দিয়েছে। পাকিস্তানের সামা টিভির সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের ছয় উইকেটের জয়ের পর দর্শকদের উদ্দেশে অর্শদীপ অশালীন ভঙ্গি প্রদর্শন করেন। পিসিবির দাবি, এই আচরণে আইসিসির আচরণবিধি ভঙ্গ হয়েছে এবং ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তারা অর্শদীপের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইসিসিকে আহ্বান জানিয়েছে। এর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও দু’বার অভিযোগ করেছিল পিসিবি। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর তিনি পাহালগাম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে জয়টিকে ভারতীয় সেনাদের উৎসর্গ করেন। পিসিবির মতে, সূর্যকুমার এই মন্তব্যের মাধ্যমে ক্রিকেটে রাজনীতি ঢুকিয়েছেন। আইসিসি তদন্তে...