ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় গত বছরগুলোতে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলোর দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন ডাকসু নেতারা। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড এবং আলোচিত তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, বিগত সময়ে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের কোনো বিচার হয়নি। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আরও যোগ করেন, একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন এখনও আমাদের কাছে পৌঁছায়নি।...