কিন্তু রোববার সকাল ১১টার দিকে গুইমারার খাদ্য গুদামের সামনে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাধে। অবরোধকারীদের ইটপাটকেল নিক্ষেপে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত হন।এ সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপরও হামলা হয়। বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর রহমান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর থেকে গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।নিউজজি/নাসি এ সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপরও হামলা হয়। বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর...