খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে ডাকা অবরোধ চলাকালে গুইমারায় একটি বাজারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা একটার দিকে গুইমারা উপজেলার রামেসু বাজারে এই অগ্নিসংযোগ হয়। এতে বাজারের বেশ কয়েকটি দোকান ও পাশে থাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ভিডিও ও ছবিতে দেখা গেছে, আগুনে দোকানপাট জ্বলছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাজারের দোকানমালিকদের অধিকাংশই পাহাড়ি। ঘটনার পর গুইমারাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলেও এলাকায় অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল দিচ্ছে। এর আগে দুপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, গুলির শব্দও শোনা যায়। এতে অন্তত ছয়জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী মংসাজাই মারমা ও কংজরী মারমা জানান, তাঁরা খাদ্যগুদামের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে...