ঢাকা: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বাড়াতে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এ সংলাপে এসে তিনি এমন পরামর্শ দেন। তিনি বলেন, ডাকসু নির্বাচন এক রকম, সবার সহযোগিতায় হয়েছে। এটা শুনে মনে হতে পারে আমরা একটা পায়োনিয়ার ধারণা নিয়ে কাজ করেছি। সবাইকে একটু উপদেশ দেওয়ার পর্যায়ে এসেছি। এটা আসলে ভুল ধারণা। আমরা এক রকম যে যুদ্ধের ভেতর দিয়ে গেছি। তিনি বলেন, প্রথমত ধরে নিতে হবে যে যারা নির্বাচনে হারবেন তারা অসন্তুষ্ট থাকবেন। শিষ্টাচার বলে কিছু থেকে থাকে সেটির ওপর ভরসা করা যাবে না। সেফগার্ড মেজার নিয়ে নামতে হবে। মানে আশপাশে যত মিডিয়া বা সিসি টিভি রাখা যায়। যত চোখ আশপাশে রাখা যায়। ধরে নিতে হবে এই ব্যাপারটি...