নির্বাচন কমিশনের (ইসি) ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছেন ১ কোটি ৫১ লাখ মানুষ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সংলাপের আয়োজন করা হয়। বিবিএসের তথ্যকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তাহমিদা আহমদ বলেন, “জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা করেছি, সেটি একদম নির্ভুল তথ্য। আমাদের লোকসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ প্রবাসী। শুধু ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।” সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার...