শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাপ্তাহিক আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করা হচ্ছে, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।” অনেক জায়গায় ‘গুজব ছড়ানো হচ্ছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। একই সঙ্গে বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।” এই অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবারে ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায়...