মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রবিউল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও চারজন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)। হতাহতরা সবাই ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারের যাত্রীরা মাওয়া ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন। ভোরবেলা তাদের গাড়িটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপকে সজোরে ধাক্কা দেয়, প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচ যাত্রী গুরুতর...