২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভারত প্রসঙ্গে প্রদত্ত বক্তব্য নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে দেশের রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, নিউইয়র্কে এক সভায় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে ধর্মযুদ্ধের আলাপ তুলেছেন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন তার এমন মন্তব্য? ডা. তাহের তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে কথা বলেন। ডা. জাহেদ তার এই বক্তব্যকে ‘জিহাদী জোশ’ হিসেবে অভিহিত করেন। তার আগের ভারত-ঘনিষ্ঠ মন্তব্যের পরিপ্রেক্ষিতে এটি একটি সুবিধাবাদী রাজনৈতিক কৌশল হিসেবে তিনি সমালোচনা করেন। ডা. তাহের নিউইয়র্কে এক সংবর্ধনায়...